রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

সিরাজগঞ্জের কাজিপুরে যৌথ অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের কাজিপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সোনামুখী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন সোনামুখী ইউনিয়নের গাছাবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা এলাকার মহিউদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম।

কাজিপুর উপজেলা আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ সদস্যরা সোনামুখী বাজারে অভিযান চালিয়ে ১০৫ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে কাজিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----