রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের এনায়েতপুরে চাচি শাশুড়িকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে চাচি শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে জাকারিয়া হোসেন (৩০) নামের এক যুবক। স্থল ইউনিয়নের নওহাটা চরে বুধবার সন্ধ্যার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, হত্যাকান্ডের ঘটনায় ঘাতক জাকারিয়াকে আটক করা হয়েছে। সে একই গ্রামের খোরশেদ সরকারের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

প্রতিবেশী আব্দুর রশিদ জানান, নওহাটা চরের খোরশেদ সরকারের ছেলে জাকারিয়া কৃষিকাজ করে। তবে মানসিক ভাবে কিছুটা বিকারগ্রস্থ ছিলেন। তার চাচা শশুর মৃত শান্তা শেখের স্ত্রী মনোয়ারা বেগম বুধবার বাড়িতে অবস্থান কালে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এসময় বৃদ্ধা মনোয়ারা বেগমের মাথা, দুই হাত দেহ থেকে আলাদা করে হত্যা করে। জাকারিয়া শরীরে রক্তাক্ত মাখা জামা পরে সটকে পরার সময় স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়