সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় “সাজেদা ফাউন্ডেশন” উল্লাপাড়া ১৫১ নং শাখা, উল্লাপাড়া এরিয়া জোন-১ এর আয়োজনে মাটিকোড়া কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি ও কেয়ার হাসপাতালের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ ‘উত্তরণ কর্মসূচি’ মাটিকোড়া ও চর ঘাটিনা গ্রামের সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মাটিকোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে ২৫ জন গরিব ও অসহায় সদস্যদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে ইউনুছ আলী মন্ডল বলেন, মাটিকোড়া কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি সব সময় অসহায় মানুষের পাশে থাকে। পবিত্র ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের পক্ষ থেকে এই ক্ষুদ্র আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, মাটিকোড়া কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সাধারন সম্পাদক আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল আজীজ, স্বাস্থ্য ও সমাজ সেবা সম্পাদক রফিকুল ইসলাম, সাজেদা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার স্বাস্থ্য জাকির হোসেন, লাইভলিহুডের প্রোগ্রাম অফিসার আজহারুল ইসলাম, প্রোগ্রাম অফিসার তবিবুর রহমান প্রমূখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়