রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় আইনজীবি সহকারীর মৃত্যু

উজ্জ্বল অধিকারী: ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (মিনহাজ) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় ১ জন আহত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) বিকেলে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান (মিনহাজ) উল্লাপাড়ার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের জমশের আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী তাওহিদুর রহমান বাচ্চুর আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজগঞ্জে কোর্টের কাজ শেষে নিহত মিনহাজ তার মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্ধ্যেশ্যে রওয়া হয়। এসময় হাটিকমুরুল হাইওয়ে থানার সামনে পৌছালে বিপরিদ দিক থেকে দ্রুতগতিতে আসা একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিনহাজের মৃত্যু হয়। এঘটনায় আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। যাতক ট্রাকটি সন্ধানের চেষ্টা করা হচ্ছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----