সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সাঈদীর মামলার বাদী ও সাক্ষী নিখোঁজ

সংবাদের আলো ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীরা নিখোঁজ রয়েছেন।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের সংবাদের পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

মামলার বাদী উপজেলার পাড়েরহাট এলাকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম, সাক্ষী গৌরাঙ্গ, আলতাফ, নবীন, মাহতাব উদ্দিনসহ সাক্ষীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে শেখ হাসিনা পদত্যাগের পরে তাদের নিরাপত্তায় পুলিশ ক্লোজ করা হয়েছে বলে জানা যায়।

পরিবারের সদস্যরা বলেন, ‘তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে যেকোনো সময় দুষ্কৃতরা আমাদের ওপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে। একজন ৭ বছরের শিশু মুক্তিযোদ্ধা বাদী হয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেল খাটিয়েছেন এবং সরকারের মদদে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা এলাকা থেকে পালিয়ে গেছেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মাহবুব আলমকে থানায় নিয়ে আসা হয়ে ছিল। পরে তাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এখন তিনি কোথায় আছেন জানি না। মামলার অন্য সাক্ষীদের বিষয়ে আমার জানা নেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়