শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলঙ্গা থানা মাঠে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় থানা মাঠে গতকাল বিকাল থেকে রাত ১১ঘটিকা পর্যন্ত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সলঙ্গা সাহিত্য সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান আকর্ষন ছিলো ঢাকা থেকে আগত ইসলামি সঙ্গীত তুরাগ শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.খ ম আব্দুর রাজ্জাক, সভাপতি প্রত্যাশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার,থানা জামায়াতের আমীর মোঃ হোসাইন আলী, সেক্রেটারী মোঃ রাশিদুল ইসলাম শহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় সলঙ্গা সাহিত্য সাংস্কৃতিক সংসদ এর শিল্পী বৃন্দ বিভিন্ন ধরণের ইসলামী সঙ্গীত,নাটক, হামদ নাত, ক্বেরাত পরিবেশন করেন। সঙ্গীতানুষ্ঠানের আয়োজকরা জানান, বিজাতীয় সাংস্কৃতির আধিপত্যে আমাদের এলাকা গুলোতে আজ ইসলামিক সংস্কৃতির সুষ্ঠু চর্চা নেই বললেই চলে। তাই এমন ইসলামী সাংস্কৃতির বিকাশের লক্ষে সলঙ্গা অঞ্চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----