সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

সলঙ্গায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) পালিত

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলে স্কুলে ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২ রবিউল আওয়াল পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে আসেন।

রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দের ১১ হিজরি সনের ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নেন। এজন্য এ দিনটি মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত।

বাংলাদেশে দিনটি সরকারিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়। সত্য ও ন্যায়ের প্রশ্নে হজরত মুহাম্মদ (সা.) ছিলেন প্রস্তরকঠিন কিন্তু ক্ষমা ও দয়ায় ছিলেন পানির মতো সরল। তার প্রতিটি কথা ও কর্মই মানবজাতির জন্য অনুকরণীয় ও অনুসরণীয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়,তেলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সরেজমিনে গিয়ে কয়েকটি বিদ্যালয়ে দেখা যায় এমন চিত্র। সলঙ্গা অঞ্চলের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজন, যেমন ইসলামী সঙ্গীত,হামদনাত,ক্বেরাত প্রতিযোগিতা,দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষক,শিক্ষিকা,অবিভাবকসহ উপস্থিত ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের মাঝে হযরত মোহাম্মদ (সাঃ) জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গলকামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----