রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সরিষাবাড়ীতে তেল জাতীয় ফসল বৃদ্ধি করনে কৃষক মাঠ দিবস ও আলোচনা

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা কামরাবাদ ইউনিয়ন পরিষদ চত্তরে শতাধিক কৃষক-কৃষাণীকে নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জামালপুরের উপ- পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল হামিদ, উপজেলা কৃষি অফিসার অনুপ সিংহ, তেল জাতীয় ফসল মনিটরিং অফিসার খায়রুল আমিনসহ আরো অনেকেই। আলোচনা শেষে তিন শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নয়ন জাতের সরিষার বীজ বিতরণ করেন অতিথিরা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----