শেরপুরে মানবতা সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
জাহিদুল খান সৌরভ, শেরপুর প্রতিনিধি: শেরপুরে তরুণ-তরুণীদের বিনামূল্যে রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে সমাজ সেবামূলক সংগঠন মানবতা সংস্থা নামক স্বেচ্ছাসেবী সংগঠন।
রবিবার ১৫ সেপ্টেম্বর শেরপুর সদরের বলাইরচর ইউনিয়নের আমতলী মোড় এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন প্রায় ৩ শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। এবিষয়ে মানবতা সংস্থা সংগঠনের পরিচালক লাবিব হাসান স্বপন বলেন, ২০২২ সাল থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং সমাজসেবা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি । ভবিষ্যতে আমাদের আরও বড় পরিসরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ সমাজসেবা মুলক বিভিন্ন কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচীতে কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার রাজু , সিনিয়র সহ সভাপতি আফাজ উদ্দিন অনিক, শেরপুর জেলা কমিটির সভাপতি নাজমুল ইসলাম পাপন, সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক এস এম সুজন, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রোমান আল হাসান, আঃ রশিদ,আনিছ মিয়া,সাজন মিয়া, বিপুল মিয়া, শুপ্তা,বিপুল প্রমূখ উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।