শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

সংবাদের আলো ডেস্ক: সরকার পদত্যাগের একদফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন আন্দোলনকারীরা। অপরদিকে, আন্দোলকারীদের একটি অংশ এখনও কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে শনিবার সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে একদফা দাবির ঘোষণা দেন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। আগামীকাল রোববার (৪ আগস্ট) থেকে সারাদেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়। যদিও গতকাল শুক্রবারই দাবি আদায়ে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ কর্মসূচি দেয়ার কথা জানানো হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার কারফিউ জারি করে। পরে পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কারফিউ শিথিল করা হয়। এই আন্দোলনে এখন পর্যন্ত ১৫০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে সরকার। যদিও বিভিন্ন গণমাধ্যমে বলছে, এ সংখ্যা দুই শতাধিক।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়