শাহজাদপুর তিন দিন পর ভেসে উঠল কলেজ ছাত্রের লাশ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সোমবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরের করতোয়া নদীতে তিন দিন পর করতোয়া নদীতে ভেসে উঠল শাহজাদপুর পৌর এলাকার কলেজ ছাত্র মারুফ হোসেন (১৮) এর লাশ। শত শত মানুষের ভীড়। নৌপুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে । জানা গেছে, পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার আব্দুল হামিদের পুত্র এবং শাহজাদপুর সরকারি কলেজের ছাত্র মারুফ হোসেন গত ৬ জুলাই শনিবার উপজেলার বেলতৈল ইউনিয়নের মোহাম্মদপুর বালুর ট্রলারে কাজ করার সময় বিদ্যুততের সাথে জড়িয়ে নদীতে পড়ে যায় আর নদী থেকে উঠতে পারেনি। এদিন সন্ধ্যায় এলাকাবাসি তার খোঁজ খবর করতে থাকে। তবুও তার লাশ পাওয়া যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিসের টিম লিডার আসাদুজ্জামান রাজশাহী থেকে ডুবরী দল এনে নদীতে দুইদিন ধরে নদীতে সন্ধান করতে থাকে এক পর্যায়ে তারা ব্যার্থ হয়ে ফিরে যায়। সোমবার সকালে তার লাশ ভাসতে থাকে। এসময় গ্রামের শামসদ আলী নদীতে গিয়ে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে। এসময় এলাকার শত শত মানুষ নদীর পাড়ে ভীড় জমায়। এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহতের বাড়িতে কান্না ও আত্ম চিৎকারে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে যায়। বাকরুদ্ধ হয়ে পড়ে তার পিতা মাতা। থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, নিহতের লাশটি সিরাজগঞ্জ নৌপুলিশ নিয়ে গেছে। অপরদিকে গত ৬ জুলাই একই গ্রামে আরও দুটি কলেজ ছাত্র রাউতারা থেকে নৌকা নিয়ে যাবার সময় নৌকা ডুবে মারা যায়। এনিয়ে একই গ্রামের তিন জন মারা যায়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।