শাহজাদপুরে প্রফেসর ড.এম এ মতিন স্মৃতি পৌর ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে শাহজাপুর ক্রিকেট এসোসিয়েশনের উদ্যোগে আজ বুধবার (২৫ডিসেম্বর) প্রফেসর ড.এম এ মতিন স্মৃতি পৌর ওয়ার্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত। সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টিম রুপপুর বনাম নবীন বরণের মধ্যেকার ফাইনাল খেলায় নবীন বরণ ক্রিকেট একাদশকে ৪১ রানে হারিয়ে টিম রুপপুর বিজয়ী হয়। শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ এম এ মুহিতের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনৈতিক উপদেষ্টা আল মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং ঐতিহ্যবাহী শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।