বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখার শুভ উদ্বোধন

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে রূপালী ব্যাংক পিএলসি আরামনগর শাখার শুভ উদ্বোধন করা হয়। রবিবার দুপুরে  পৌর সভার আরামনগর বড় বাজার এলাকায় জিকে প্লাজায় এই অনুষ্ঠানের আয়োজন করে রূপালী ব্যাংক কর্তৃপক্ষ। জামালপুর জোনাল অফিসের  উপ-মহা ব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো.মনির উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ৷ বিভাগীয়  কার্যালয়ের বিভাগীয়  মহা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মো. ইকবাল হোসেন খাঁ।
এতে বক্তব্য রাখেন সরিষাবাড়ি থানার ওসি মুশফিকুর রহমান, কৃষি কর্মকর্তা অনুপ সিংহ,  যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আ: মালেক, সালমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ওয়াজিদা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা আঃ হালিম, গ্রাহক মোজাম্মেল হক মুকুল,যমুনা ব্যাংক শাখার ব্যবস্থাপক মাজাহারুল ইসলাম প্রমুখ।  এ সময় সমাজের নানা শ্রেণির ব্যবসায়ী, সেবা গ্রহণকারী গ্রাহক,,রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার  সাংবাদিক গন উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি পরিচালনা করেন আরামনগর বাজার রূপালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার মো. তারেক হাসান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়