রায়পুরা পৌরসভায় অসংক্রামক রোগ প্রতিরোধে এডভোকেসী সভা !
সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা পৌরসভায় অসংক্রামক রোগ প্রতিরোধ বিষয়ে পৌর প্রশাসক ও কাউন্সিলরদের সাথে সেন্টার ফর ল এন্ড পলিসি এফেয়ার্স ও পিপল ডেভেলাপমেন্ট সোসাইটি যৌথ আয়োজনে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরা পৌর প্রশাসকের কার্যালয়ে কয়েক ঘন্টা ব্যাপি এডভোকেসী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় পিপল ডেভেলাপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত পৌর প্রশাসক ইকবাল হাসান, পৌর সচিব মো মনিরুল ইসলাম, পৌর কাউন্সিল আব্দুল অহিদ মোল্লা, বিউটি বেগম, সাহাদ আলী ভুট্টো, সহকারী প্রকৌশলী রুবেল সরকার, উপসহ প্রকৌশলী আরিফুল, মো আলী হোসেন, মো জনি মিয়া প্রমূখ। এ ছাড়াও কাউন্সিলরগণ, দুটো সংস্থার ছাড়াও মৌলিক অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অসংক্রামক রোগগুলোর মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ, ক্যান্সার এবং মানসিক সমস্যা।
বিশ্বের ৮০% অকাল মৃত্যু ঘটে এই রোগগুলোর কারণে। বয়স বাড়ার সাথে সাথে অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার বাড়ে। প্রতি বছর ৩০-৬৯ বছর বয়সী দেড় কোটি লোক অসংক্রামক রোগে মারা যাচ্ছে। প্রতিরোধে শরীরচর্চা নিয়মিত, বিয়াম, সাইক্লিং, সাতার কাটা, বিনোদন পার্ক অত্যাবশ্যকীয়। পৌর কাউন্সিলরা পৌর এলাকায় অসংক্রামক রোগের শরীর চর্চার প্রয়োজনীয়তা ও বেশ কিছু সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলো প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন পৌর প্রশাসক।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।