রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাষ্ট্র সংস্কারের ভাবনা নিয়ে তৃণমূলে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের মধ্যে বিএনপিও এ বিষয়ে তাদের ভাবনা জনগণের কাছে তুলে ধরতে চায়। এজন্য দলটি তাদের ঘোষিত ৩১ দফা নিয়ে তৃণমূলে যাওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে। এ নিয়ে দশ বিভাগে কর্মশালা করবে বিএনপি।’ ইতোমধ্যে ঢাকা বিভাগীয় কর্মশালার মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়েছে, ৮ ডিসেম্বর শেষ হবে। মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে কর্মশালার সূচি চূড়ান্ত করা হয়। এছাড়াও বৈঠকে নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে সংস্কারের যে প্রস্তাব চাওয়া হয়েছে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয়, বিএনপি কয়েকটি বিষয়ে তাদের সংস্কার প্রস্তাব সরকারের কাছে পেশ করবে। মঙ্গলবার ঢাকায় কর্মশালার মাধ্যমে বিভাগীয় পর্যায়ের এই কর্মসূচি শুরু হয়েছে। এরপর ২৬ নভেম্বর সিলেট, ৩০ নভেম্বর কুমিল্লা ও ফরিদপুর, ২ ডিসেম্বর খুলনা ও ময়মনসিংহ, ৪ ডিসেম্বর চট্টগ্রাম এবং ৮ ডিসেম্বর রংপুর ও বরিশালে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, কর্মশালার মাধ্যমে বিএনপি রাষ্ট্র সংস্কারে তাদের পূর্বের উদ্যোগ এবং এ বিষয়ে জনমত তৈরির ওপর গুরুত্বারোপ করছে। দলের নেতারা মনে করছেন, রাষ্ট্র সংস্কারের ধারণা প্রথমে বিএনপি জনসম্মুখে এনেছিল। কিন্তু রাজনৈতিক নানা ঘটনা প্রবাহের কারণে সেই উদ্যোগের বিষয়টি অনেকে ভুলে গেছেন। দলের নেতারা বলেন, মূলত রাষ্ট্র নিয়ে বিএনপির চিন্তা জনগণের মাঝে তুলে ধরতে কর্মশালার উদ্যোগ নিয়েছে।’ দলের একজন সিনিয়র নেতা বলেন, অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের যে বিষয়গুলো জনসম্মুখে আনছে তা বিএনপির পক্ষ থেকে কয়েক বছর আগেই বলা হয়েছে। কিন্তু অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের ম্যান্ডেট নেই। তারপরও একটি গণঅভ্যুত্থানের সরকার রাজনৈতিক দলগুলোর চাহিদা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মতো ন্যূনতম সংস্কার করা উচিত। অন্য সংস্কার নির্বাচিত সরকার করবে। বৈঠকে নির্বাচন কমিশন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়। দলের নেতারা অভিমত দেন, শুধু নির্বাচন কমিশন সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি করা যেতে পারে। এ বিষয়ের পর জোর দিয়ে দলটি তাদের সংস্কার প্রস্তাব পেশ করবে।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----