বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত 

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজান প্রেসক্লাবের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্যসন্তানদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে উপজেলা সদরের জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে সভাপতি এম বেলাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ,সহ-সভাপতি হাবিবুর রহমান,যীশু সেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, আমীর হামজা,সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ,অর্থ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া।বক্তারা বলেন, শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার চেতনা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। যাদের ত্যাগের বিনিময়ে লাল সবুজের বাংলাদেশ পেয়েছি তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুফল যাতে এই ভূখণ্ডের প্রত্যোক নাগরিক পায় সেলক্ষ্যে তরুণ প্রজন্মকে ভূমিকা নিতে হবে। দেশপ্রেমে উজ্জীবিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। শহীদের রক্তে কেনা স্বাধীনতা কখনো বৃথা যেতে দেওয়া যাবেনা।আলোচনা সভা শেষে রাউজান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়