রাউজানে প্রথম আলো বন্ধুসভার উদ্যােগে গাছের চারা রোপন ও বিতরণ
রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এবং ব্যাকের সৌজন্যে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলার সামমাহালদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচী উদ্বোধন করা হয়।এই সময় আমরুপালী, নিম, কদম, বিভিন্ন ফলজ,বনজসহ পাঁচ শতাধিক গাছ রোপন ও বিতরণ করা হয়।
এই কর্মসূচীতে অংশ নেন বন্ধুসভা রাউজানের উপদেষ্টা ও সাবেক কলেজ উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ মুহাম্মদ মুজিবুর রহমান, ব্যাংক শাখা ব্যবস্থাপক মুহাম্মদ বেলাল, কলেজ শিক্ষক আশরাফ উদ্দিন, সামমাহালদার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াসিন, সমাজসেবক শামসুল আলম, জাফর আহমদ, নুরুল আবসার, মুহাম্মদ হারুন, প্রথম আলোর প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন, বন্ধুসভার যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, অর্থ সম্পাদক এম সায়মন, ত্রাণ ও দুর্যােগ সম্পাদক পাভেল চৌধুরী, প্রচার সম্পাদক কামরুল সবুজ, নুরুল আলম, পাঠাগার সম্পাদক সাবরিনা মাহবুব চৌধুরী, তসলিমা আকতার, বন ও পরিবেশ সম্পাদক আকলিমা আকতার, বন্ধু ফয়সাল কাদেরী, নাসিমা আকতার প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।