মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই এক অসহায় দিনমজুরের বসতঘর 

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়েছে আবুল হোসেন নামের এক অসহায় দিনমজুরের বসতঘর।২৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মাইজপাড়া হায়দার আলী ফকির বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।আবুল হোসেনের প্রতিবেশী প্রবাসী মোহাম্মদ হারুন বলেন, মগদাই মাইজপাড়া গ্রামের মরহুম নুরুল ফকিরের পুত্র আবুল হোসেন দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী, একপুত্র ও এক কন্যা সন্তান নিয়ে স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় টিনের বসতঘরটি নির্মাণ করেন। প্রতিদিনের ন্যায় দিনমজুরের কাজ করতে ঘর থেকে বেরিয়ে যান আবুল হোসেন। জরাজীর্ণ এই বসতঘরে গৃহস্থালির কাজে ঘরের বাইরে ছিলেন আবুল হোসেনের স্ত্রী ও সন্তানরা।এ সময় দুপুরে আগুনের লেলিহান শিখা দেখে তারা ছুটে এসে কান্নাকাটি করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সম্পূর্ণ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন দিনমজুর আবুল হোসেনের পরিবার নিঃস্ব হয়ে গেছে। দিনমজুর আবুল হোসেনের স্ত্রী শাহানুর বেগম বিলাপ করতে করতে বলেন, ভাঙা ঘরটিতো আগুনে শেষ হয়ে গেছে।স্বামী ও দুই সন্তান নিয়ে এখন আমরা কোথায় যাব।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ