রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

রংপুরে ওয়ারিশন সার্টিফিকেট থেকে ৪ ভাই-বোনকে বঞ্চিত করে সম্পত্তি বন্টনের অভিযোগ

রংপুর প্রতিনিধি: রংপুরে ওয়ারিশন সার্টিফিকেট থেকে ৪ ভাই-বোনকে বঞ্চিত করে সম্পত্তি বন্টনের অভিযোগে ৫ ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বোন। সেই মামলার আটককৃত ২ জন আসামীকে জেল হাজতে প্রেরন করেছে আদালত। বাকিরা পলাতক রয়েছে।

সূত্র জানায়, রংপুরে জমি সংক্রান্ত মামলায় ৫ জন আসামীর মধ্যে শাহিন উদ্দিন ওরফে লাভলা (৫৬) ও ঈমাম উদ্দিন ওরফে মনির (৪৮)কে গত বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন থানার পুলিশ গ্রেফতার করে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে  চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করেন, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম আসামীদেরকে সি ডবিøউ মূলে জেল হাজতে প্রেরন করেন। বাকি ৩ আসামী পলাতক রয়েছে।

এই মামলার এডভোকেট আব্দুল হক প্রামানিক জানান, আসামীদের আদালতে হাজির করা হলে তাদের জামিন না মঞ্জুর করে আদালত জেল হাজতে প্রেরন করেন। মামলার বাদি দিনাজপুর জেলার কোতয়ালী থানার পুলহাট মাঝিপাড়া গ্রাম ও রংপুর মহানগরীর মেট্রো কোতয়ালী থানার পুরাতন চাউল আমোদ রোড সিঙ্গার গলি শফিকুজ্জামানের স্ত্রী লালারুফ সুলতানা পারভীন ওরফে শাহানা পারভীন (৫২) গত ১৮/১২/২৩ ইং তারিখে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শাহানা পারভীনের মরহুম পিতা সামসুদ্দিন এর ওয়ারিশ হিসেবে তাহার ত্যাক্ত সম্পত্তি তাদের ৪ ভাই-বোনকে বাদ দিয়ে গত ২৬/৬/২০১১ ইং তারিখে মেজবা উদ্দিন ওরফে দুলারা, শাহিন উদ্দিন ওরফে লাডলা, জিয়া উদ্দিন ওরফে আদিল, ঈমাম উদ্দিন ওরফে মনির, মহি উদ্দিন (রুমি) নিজেদের মধ্যে ভুয়া বন্টকনামা দলিল সম্পাদন করেন। তাদের সাথে যোগাযোগ করা হলে তারা ভুয়া বন্টননামা দলিলের রেফারেন্স উল্লেখ করেন।

এ ছাড়াও তারা রংপুর সিটি কর্পোরেশন হইতে জালিয়াতি করে ভুয়া ওয়ারিশন সনদপত্র নিয়ে ভুয়া বন্টন নামা সৃষ্টি করেন। বন্টন নামা মুলে তারা রেজিস্ট্রি দলিল সম্পাদন করেন। এরই প্রেক্ষিতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করা হলে গত বুধবার (২০ ডিসেম্বর) রাতে কোতয়ালী থানা পুলিশ ২ জন আসামীকে গ্রেফতার করে।

গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়