বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন ভারতীয় নাগরিক আটক

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ০৪ নং ঘিবা গ্রাম হতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ০২ জন ভারতীয় নাগরিক (মহিলা-১ ও শিশু-১) আটক করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বর্তমান সময়ে সীমান্ত পারাপার রোধে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এ প্রেক্ষিতে গতকাল ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ৮টা৩০ মিনিটে  যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ঘিবা বিওপির বিজিবি সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে ০৪ নং ঘিবা গ্রামস্থ সীমান্তের শাখারীপোতা বাজার এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালীন সন্দেহজনকভাবে সীমান্ত সড়ক দিয়ে গমনকারী একটি ইজিবাইক হতে ০২ জন যাত্রীকে জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক বলে স্বীকার করে এবং তারা গত ১৭ জুলাই ২০২৪ তারিখ অবৈধভাবে ভারত হতে বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশ করে ।

পরবর্তীতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঘিবা সীমান্ত দিয়ে পুনরায় অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অধিনায়ক ৪৯ বিজিবি কর্তৃক অবগত হয়। তার সুদৃড় এবং বিচক্ষণ বুদ্ধিমত্তায় বাংলাদেশ হতে ভারতগামী ভারতীয় নাগরিককে অবৈধভাবে ভারতে ফেরত যাওয়া হতে প্রতিহত করে মামলা দায়ের এর মাধ্যমে থানায় হস্তান্তর করেন। আটককৃত ভারতীয় নাগরিক ১। কুসুম লাক্সম্যান গাওয়ান্ড (২৫), স্বামী- ল্যাক্সম্যান গ্যাভান্ড ২। গৌরী লাক্সম্যান গাওয়ান্ড (৫), পিতা- লাক্সমান গাওয়ান্ড উভয়ের ঠিকানা- চিচপাড়া, ডাক- পানভেল, জেলা- রায়গাদ, রাজ্য-মহারাষ্ট্র।

৪৯ বিজিবি এর অধিনায়ক আরও জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়