শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা ! 

                            যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা !  - সংবাদের আলো

আজিজুর রহমান মুন্না: সিরাজগঞ্জ যমুনা নদীতে বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোঃ নজরুল ইসলাম নামের  এক বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগষ্ট)  সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. রকিবুল হাসান এ অর্থ দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত মোঃ নজরুল ইসলাম পৌরসভার আমলাপাড়া মহল্লার মোঃ ঘাটু সেখ এর ছেলে।

সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি)  ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস.এম রকিবুল হাসান বলেন, সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটিয়ারী এলাকার যমুনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু ব্যবসায়ীকে ৫ লাখ টাকা জরিমানা করে।পরে পরবর্তীতে এভাবে আর বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলন করবে না বলে মুচলেকা দেয়। তিনি আরো  বলেন, যমুনা নদী হতে অবৈধভাবে যে বালু উত্তোলন করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়