শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোল্লা কলেজ থেকে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা হবে উল্লেখ করেছেন ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার ছালেহ উদ্দিন। এসময় তিনি কলেজ থেকে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে বলেও জানান। আজ সোমবার (২৫ নভেম্বর)। বিকেলে মোল্লা কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের সংঘর্ষের পর উপস্থিত ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, কলেজে কলেজে এই সংঘর্ষ কোনভাবে বরদাস্ত করা যায় না। যারা এই হামলা ঘটিয়ে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্ট করছে আমরা তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো। তিনি আরও বলেন, আমি এটিকে দুর্ঘটনা বলবো না। একটি অবৈধ সমাবেশের মাধ্যমে কয়েক হাজার ছাত্রবেশে সন্ত্রাসী, যারা এলাকার আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, তারা সংঘবদ্ধ হয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। আমরা সীমিত পুলিশ সদস্য প্রথমে যাত্রাবাড়ি চৌরাস্তায় তাদের আটকে দেওয়ার চেষ্টা করেছি। তারা আমাদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে লাঠিসোটা নিয়ে, সঙ্গে জনতা একত্রিত হয়ে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করেছে। কলেজের অবস্থা সম্পর্কে বলেন, আমরা সেনাবাহিনীর সদস্যদের নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করেছি। আমরা বিভিন্ন তলার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছি। এখানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এখানে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে। যেটা খুবই নেক্কারজনক। একটি স্বার্থন্বেষী মহল এই ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করি। সংঘর্ষের পর ড. মাহবুবুরর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন প্রেস ব্রিফিংয়ে কলেজের প্রায় ৭০-৮০ কোটি টাকার ক্ষতির কথা উল্লেখ করেছেন।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----