রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেধা যাচাইয়ের লক্ষ্যে জামালপুরে নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

মমিনুল ইসলাম কিসমত জামালপুর প্রতিনিধিঃ  জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে মেধা যাচাইয়ের লক্ষ্যে নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার পৌর এলাকার দারুল উলুম মাদ্রাসায় নূরানী স্কলারশিপ বৃত্তি পরীক্ষা আয়োজন করে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন। সকাল ১০ থেকে শুরু হয়ে পরিক্ষা চলে দুপুর ১২ পর্যন্ত। উপজেলার বিভিন্ন নূরানী মাদ্রাসার শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেনী পর্যন্ত  সর্বমোট ১৭৫ জন শিক্ষার্থীদ বৃত্তি পরীক্ষা অংশ নেয়। জানা যায়, টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন ২০১৭ সাল থেকে নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা প্রকল্প চালু করে। যার মাধ্যমে শিশুদের সাধারণ শিক্ষার পাশাপাশি কুরআন ও বেসিক ইসলামি শিক্ষা দেওয়া হয়। নূরানী শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য বিভিন্ন জেলা ও উপজেলার এ প্রকল্প শুরু করেন। শুরু থেকেই সুনা‌মের সা‌থে এই বৃত্তি পরীক্ষা প‌রিচালনা ক‌রে আসছে নূরানী শিক্ষক ফাউন্ডেশন।১০‌টি ধাপে এ প‌রীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় ৬ষ্ঠ ধাপে পরিক্ষা অনুষ্ঠিত হয়।  টাঙ্গাইল, জামালপুর ও  সরিষাবাড়ী উপজেলার ৭৫০০ জন শিক্ষার্থী এবার এই প‌রীক্ষায় অংশগ্রহণ করছে। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন করায় অভিভাবকগণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জেনারেল স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা থাকলেও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই প্রথম। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশন আমাদের স্বপ্ন পূরণ করেছেন। টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন, নূরানী শিক্ষাকে গতিশীল করতে মেধা যাচাইয়ের এই পদ্ধতি চালু করা হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এই কার্যক্রমকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান। এতে অভিভাবক ও শিক্ষকদের ব্যাপক সাড়া ও সহযোগিতা পাচ্ছেন বলেও জানান তিনি।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----