রবিবার, ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ভূয়াপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

আখতার হোসেন খান, ভূয়াপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
বৈষম্যদূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি এডহক কমিটির সভাপতি সেলিমুজ্জামান তালুকদার সেলুর সভাপতিত্বে ও সদস্য সচিব সন্তষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাওলানা আব্দুস সোবাহান, শিক্ষক আসাদুজ্জামান, নজরুল ইসলাম, অর্চনা শর্মা ও মাজহারুল ইসলাম তালুকদার প্রমুখ।মানববন্ধনে বক্তারা মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় সকল বৈষম্যদূর করে জাতীয়করণের মাধ্যমে সরকারিভাবে বেতন-ভাতা ও সকল সুযোগ সুবিধা প্রদান করাসহ বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে একটি শিক্ষা সংস্কার কমিশন করার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের ডাক দেবেন তারা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়