মাদারগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক: জামালপুর মাদারগঞ্জের প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে প্রবাসী তারিকুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। তারিকুলের বাবা আব্দুল জলিল জানান, সোমবার ভোররাতে মুখোশ পড়া অন্তত ১০জনের একটি দল তাদের বসতবাড়িতে ঢুকে পড়ে। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে। তারা মৎস খামারের মোটরসহ সহ নানা সরঞ্জাম লুট করে।
এ সময় তারা ঘরে ঢুকে খামারের ৫০ হাজার টাকাও নিয়ে যায়। একই সাথে তারা পুকুরের মাছও লুট করে নিয়ে যায়। প্রবাসী তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম সুজন। তার প্রভাব বিস্তার করতে নেশাগ্রস্থদের দিয়ে একটি আলাদা দল তৈরী করেছেন৷ তার নেতৃত্বেই তার মাদকাসক্ত সন্ত্রাসী কর্মীরা তাকে নানাভাবে অত্যাচার করার কারনেই তিনি দেশ ছেড়েছেন।
তারাই আবার ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারনা করেন। কেননা আওয়ামীলীগ সরকার ক্ষমতাচূত্য হবার পর আওয়ামী কর্মীদের নেশার টাকা যোগার করা দূরহ হয়ে পড়েছে। যে কারনে তারা ডাকাতিতে নেমে পড়েছে। তার বাবা ঘটনা ঘটার পর পুলিশে ফোন করলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি বলেও জানান তিনি। তবে পুলিশ এ বিষয়ে কোন কথা বলেনি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।