শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাকে হত্যার পর থানায় হাজির ছেলে

সংবাদের আলো ডেস্ক:কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়া থেকে আনোয়ারা বেগম মেরী (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, মাদকের টাকার জন্য ছেলে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) তাকে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার (২২ নভেম্বর) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে হত্যার দায় স্বীকার করে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দিয়েছেন আবিদ। স্থানীয় লোকজনের বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য তার মাকে অত্যাচার করত। সর্বশেষ রাতে মাকে কুপিয়ে হত্যা করে। হত্যকাণ্ডের সময় একমাত্র সন্তান আবিদ ও তার মা ছিলেন ঘরে। বাবা নিয়াজ আহমেদ অসুস্থ হয়ে চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় ছিলেন। তিনি বলেন, নিহত নারীর মুখ, মাথা ও হাতে কুপের জখম রয়েছে। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। সদর থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন নিজে এসে ধরা দেওয়ার পর তাকে আটক করে রাখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----