শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহান বিজয় দিবসে সিরাজগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে ছাত্র অধিকার পরিষদের শ্রদ্ধাঞ্জলি

বিশেষ প্রতিনিধি: আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদ। ভোর ৬টায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন ছাত্র অধিকার পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি আবির সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মালেক, সাবেক উপদপ্তর সম্পাদক হৃদয় মাহমুদ অন্তর, সাবেক প্রচার সম্পাদক আরিফ মন্ডল, কাজিপুর উপজেলা সভাপতি মোতালেবসহ বিভিন্ন উপজেলা কমিটির সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে স্বাধীন দেশে স্বাধীনভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি। শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। ভবিষ্যতেও আমরা অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবো।” ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, “১৯৭১ সালে হানাদার বাহিনীর পতন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত স্বৈরাচার পতনে ছাত্রসমাজের ভূমিকা সবসময়ই অনন্য। এই ঐতিহ্য ধরে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে।”

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়