বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল

সঞ্জিত চক্রবর্তী, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ভারতের মুম্বাইয়ের ধর্মগুরু রামগীরি মহারাজ কর্তৃক মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তি করা ও মুম্বাইয়ের বিজেপি নেতা নিতেশ রানে কর্তৃক সেই বক্তব্য সমর্থন করার প্রতিবাদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জনতার মঞ্চ এর আয়োজনে বাদ জুম্মা চাটমোহর শাহী মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

পরে বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথ সভায় মাওলানা মোঃ মুবাশশির, হাফেজ মাহাদী হাসান, ওয়াহিদিল সরকার, হাসানুজ্জামান সবুজ, সাজেদুর রহমান সেজান, শেখ জাবের আল শিহাব প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে  মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)কে কটুক্তির তীব্র প্রতিবাদ জানান এবং মুসলিম বিদ্বেষী হিন্দু ধর্ম গুরু রামগীরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানেকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে ভারত সরকারের প্রতি আহবান জানান।

এসময় চাটমোহরের বিভিন্ন এলাকার মুসুল্লী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হাসাদুল ইসলাম হীরা, সাবেক ভাইস চেয়ারম্যান আরজ খাঁন, তাইজুল ইসলাম, সাদিদুল ইসলাম টিপু, আসাদুজ্জামান লেবু, আতাউর রহমান স্বপন, নাইম ইসলাম, ফয়সাল কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়