বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

মহানবী হযরত মুহাম্মদ (স:) কে কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে ওলামা পরিষদের মহা সমাবেশ

উজ্জ্বল অধিকারী: মহানবী হযরত মুহাম্মদকে (স:) ভারতীয় পুরোহিতের কটুক্তির প্রতিবাদে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা ওলামা পরিষদের আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সকল শ্রেনি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।
এনায়েতপুর থানা ওলামা পরিষদের সভাপতি হাফেজ আব্দুর রাজ্জাক মহাসমাবেশে সভাপতিত্ব করেন। এসময় এনায়েতপুর থানা ওলামা পরিষদের সহ সাধারন সম্পাদক মাও: মোতালেবুর রহমান সাঈদী, সহ সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সেক্রেটারি মাও: আব্দুল গফুর, প্রধান উপদেষ্টা হাফেজ মুফতি আঃ রউফ বক্তব্য রাখেন।
সমাবেশ থেকে ভারতীর পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রায়ের ফাসির দাবি সহ ভারতীয় পন্য বর্জনের হুশিয়ারি দেয়া হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়