বুধবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: আটক ২

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষক ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ। তারা হলো উপজেলার গোবিন্দাসী গ্রামের আব্দুর রশিদের ছেলে সুলতান মিয়া (২৪), অপরজন চর অলোয়া আমতলা এলাকার হাছেন শেখে ছেলে ন‚রুন নবী (২২)। গোবিন্দাসী বাজার বনিক সমিতির সদস্য, মেয়ের চাচা মোঃ জহুরুল ইসলাম জানায়, ওই মেয়ে সোমবার বিকেল চারটায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় রাস্তা বেরিগেড দিয়ে নিয়ে যায় গোবিন্দাসী এলাকার নির্জন একটি কোচিং সেন্টারে।

সেখানে ভয়ভীতি দেখিয়ে রাত ১০টা পর্যন্ত আটকিয়ে রেখে ধর্ষণ করে।,পরে মেয়ে বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজা খুজির এক পর্যায়ে কোচিং সেন্টারের পাশ থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ধর্ষক ও তার সহযোগীকে আটক করে পুলিশ।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, প্রাথমিক ভাবে দুইজনকে আটক করা হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়