ভূঞাপুরে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর মৃত্যু বার্ষিকী পালিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে প্রিন্সিপাল ইবরাহীম খাঁর ৪৬ তম মৃত্যু বার্ষিকী অনলাইন ভিত্তিক সংগঠন আলোকিত ভূঞাপুরের উদ্যোগে শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫ টায় মনিংসান কিন্ডারগার্টেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো, কোরান খানি, দোয়া, আলোচনা, প্রিন্সিপাল ইবরাহীম খাঁর মাজার জিয়ারত ও ইফতার মাহফিল।অনলাইন ভিত্তিক সংগঠন আলোকিত ভূঞাপুরের সভাপতি কামরান পারভেজ ইভানের সভাপতিত্বে অতিথি ছিলেন, অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, যুগান্তর প্রতিনিধি প্রবীন সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল, অধ্যাপক আব্দল বাছেত সরকার, কবি মামুন তরফদার, সুজন সম্পাদক সন্ষে কুমার দত্ত, আব্দুস সালাম প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।