শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূঞাপুরে আ’লীগ নেতা আজহার গ্রেফতার  

আখতার হোসেন খান,ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের একটি হত্যা মামলায় ভূঞাপুরে আ’লীগ নেতা আজহারুল ইসলামকে সোমবার (২৫ নভেম্বর) গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।  টাঙ্গাইলের সাবেক জেলা পরিষদ সদস্য,  ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, ২ বার নির্বাচিত সাবেক পৌর কমিশনার, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আজহারকে টাঙ্গাইলের একটি হত্যা মামলায় গ্রেফতার  করেছে ভূঞাপুর থানা পুলিশ। ভূঞাপুর বাসষ্টান্ড থেকে সোমবার সকাল সাড়ে ১০ টায় তাকে আটক করে থানা পুলিশ। পরে টাঙ্গাইলের  একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে টাঙ্গাইলে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে ভূঞাপুর থানা অফিসার ইনচাজ রেজাউল করিম বলেন, আজহারুল ইসলাম আজহারকে টাঙ্গাইলের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----