ভূঞাপুরে অ্যাড. সাইফুল হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল
আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করে। শুক্রবার জুমার নামাজের পরে ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় মসজিদের সামনে টাঙ্গাইল- তারাকান্দী আন্ত:জেলা মহাসড়কে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা মাহফুজুর রহমান, মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ শহিদুল ইসলাম ভূঞাপুরী, মুফতি নাজিম সিদ্দিকী, মাওলানা মনোয়ারুল ইসলাম, মাওলানা রমজান আলী, মাওলানা রেজাউল করিম প্রমুখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।