শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

ভূঞাপুরে অহিংস গণ অভূত্থান আটক ১৩

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে অ‌হিংস গণঅভ‌্যাত্থা‌ন বাংলা‌দে‌শের নারীকর্মী‌কে শনিবার আটক ক‌রে জেল হাজতে পাঠায়। সোমবার (২৫ নভেম্বর) নারীকর্মীসহ আরো ১৩ জনকে ভূঞাপুর থানা পুলিশ আটক করে। অ‌হিংস গণঅভ‌্যাত্থা‌ন বাংলা‌দে‌শের সদস্যরা লু‌ণ্ঠিত অর্থ উদ্ধার ক‌রবো, বিনা সু‌দে পু‌জি নি‌বো স্লোগা‌নে তারা এলাকার সহজ সরল মানুষদের সা‌থে প্রতারণা ক‌রে আইডি কার্ড ও টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছে। সোমবার দুপু‌রে এই দলের সদস্যরা কালো রঙের একটি মাইক্রোবাস যোগে (ঢাকা মেট্রো-চ-৭০৬১) ঢাকায় যাওয়ার পথে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ১৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন,  গোপালপুর উপজেলার নারুচি গ্রামে দানেজ আলীর ছেলে মো: আব্দুর রশিদ (৬৫), বনমালী গ্রামের আব্দুল মান্নানের ছেলে জয়নাল হোসেন, নতুন শিমলা পাড়ার খলিলুর রহমানের স্ত্রী শিল্পী (৪৫), একই গ্রামের আইয়ুব নবীর স্ত্রী নাজমা বেগম (৪৫), গোপালপুরের, আব্দুল কাদেরের স্ত্রী সামীরন (৬৫), নারুচি গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী হাফিজা (৪৫), ভূঞাপুর উপজেলার চর ভরুয়া গ্রামের বসা শেখের ছেলে মহির উদ্দিন (৫০), একই গ্রামের জামালের ছেলে খায়রুল (২২), মো: মজুর ছেলে সাগর (২১) বসা শেখের ছেলে, আব্দুস সামাদ (৮০), মৃত চাঁন মিঞার ছেলে মোতালেব (২৮), মৃত মিনহাজের ছেলে, ঠান্ডু (৪০) ও মো: জুয়েলের স্ত্রী মোছা: রহিমাকে (২৫) পুলিশ আটক করে। এর আগে জেলার মধুপু‌রে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ সমা‌বেশ ক‌রে। এতে কুড়াগাছা ইউনিয়ন বিএন‌পির সভাপতি উবায়দুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ‘অহিংস গণঅভ্যুথান বাংলাদেশ’ সদস্য সচিব মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: নজরুল হক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জালাল উদ্দিন আহমেদ, প্রধান সংগঠক মেহেদী হাসান, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার, ভবানীটেকী চৌরাস্তা বাজার বণিক সমিতি’র সভাপতি জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান তারা, কুড়াগাছা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মধুপুরের সংগঠক শফিক সরকার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাসুদ হাসান, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। পু‌লিশ জানায়, ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও মিটিং করার জন্যঢাকায় যাচ্ছিল ।  গ্রা‌মের মানুষজনকে বিনাসু‌দে লাখ লাখ টাকা পাওয়া যা‌বে ম‌র্মে টাকা উত্তোলনসহ লিফট‌লেট বিতরণ কর‌ছে। এজন‌্য তারা গোপালপুর ও ভুঞ‌াপুর উপ‌জেলার বি‌ভিন্ন গ্রাম থে‌কে মানুষজনের প‌রিচয়পত্র (আইডি কার্ড) সংগ্রহ ক‌রে। ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম রেজাউল ক‌রিম জানান, তারা অ‌হিংস গণঅভ‌্যাত্থা‌ন বাংলা‌দে‌শ না‌মের একটা সংগঠ‌নের সদস‌্য। তারা সহজ সরল মানু‌ষের সা‌থে প্রতারণা ক‌রে আইডি কার্ড ও টাকা হা‌তি‌য়ে নি‌চ্ছে। তারা সুদ ছাড়া ঋণ‌ দেয়া হ‌বে ম‌র্মে প্রতিশ্রুতি দিয়ে টাকা হা‌তি‌য়ে নিচ্ছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----