শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলকুচিতে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

                            বেলকুচিতে হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইন সহ কাউছার আহাম্মেদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

রবিবার (১২ জুন) বিকালে উপজেলার শোলাকুরা গ্রাম থেকে এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে কাউছার (৪৮) আটক করে পুলিশ। এসময় তাকে তল্লাশি করে ১১ গ্রাম হেরোইন উদ্ধার করে। কাউছার আহাম্মেদ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত আহসান উল্লাহ ছেলে। এছাড়া দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, রবিবার সন্ধায় বিশেষ অভিযান চালিয়ে ১১ গ্রাম হেরোইনসহ কাউছারকে আটক করা হয়। সে বিভিন্ন স্থানে হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি কেরে আসছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----