বেলকুচিতে স্বেচ্ছাসেবকলীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে সেচ্ছাসেবকলীগের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের মাঝে ৭শত খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) সকালে মুকুন্দগাঁতী যাত্রী ছাউনি এলাকায় বেলকুচি-চৌহালী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল এমপির দিক নিদের্শনায় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সাইফুল মাস্টার, শহিদুল ইসলাম তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাক্তার ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, পৌর কাউন্সিলর জুলফিকার মাহমুদ শিপন, যুবলীগনেতা এনামুল সরকার, সাবেক সভাপতি শামীম আহম্মেদ, আব্দুল বাতেন শেখ, ইসমাইল হোসেন, ইয়াছিন মন্ডল, হোসেনসহ প্রমূখ।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।