শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) আল মামুনের মতবিনিময়

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন সাবেক প্রতিমন্ত্রী মুহাম্মদ আনসার আলী সিদ্দিকী’র পুত্র ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র এমপি প্রার্থী মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, আমি প্রতিবাদ, প্রতিরোধ ও পরিবর্তনের জন্য ভোটের মাঠে নেমেছি। আমার এই প্রতিবাদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কেউ যেন প্রভাব খাঁটিয়ে না নির্বাচিত হতে পারে। আমার প্রতিরোধ কেউ যেন রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার না করে নির্বাচিত হতে পারে তার বিরুদ্ধে।
তিনি আরও বলেন, আমি সামাজিক পরিবর্তনের জন্য নির্বাচন করছি। তাই এবারের নির্বাচনে এই আসনের জনগণ আমার পাশে আছে ও থাকবে। তিনি আরও বলেন, আমি সামাজিক পরিবর্তনের জন্য নির্বাচন করছি। তাই এবারের নির্বাচনে এই আসনের জনগণ আমার পাশে আছে ও থাকবে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে বেলকুচি প্রেস ক্লাবে উপস্থিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ সভাপতি নারায়ন মালাকার, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ প্রমূখ।
এসময় স্বতন্ত্র এমপি প্রার্থী মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন এর সাথে ছিলেন গোলাম কিবরিয়া, আব্দুল হাই, আসলাম, আফছার উদ্দিন প্রমূখ। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মামুন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চোহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এলাকায় গনসংযোগসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করছেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়