মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে শিশু মেলা বিদ্যানিকেতন স্কুলের আয়োজনে মহান বিজয় দিবস পালিত

নিজেস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের মাইঝাইল গ্রামে বিজয় দিবস উপলক্ষে শিশু মেলা বিদ্যানিকেতন স্কুলের আয়োজনে র‌্যালী ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশমাতৃকার মুক্তির সংগ্রামে আত্মবলিদানকারী চিরঞ্জীবদের শ্রদ্ধা জানাতে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালী বের করে। বিজয় র‌্যালিটি স্কুল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলে এসে শেষ হয়। পরবর্তীতে শিক্ষাথীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে অত্র বিদ্যালের  ৪র্থ শ্রেনীর ছাত্রী সাথিয়া খাতুন ও ৫ম শ্রেনীর নাইমা শরিফ নাওলার সঞ্চাচলনায়  অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহন করেন বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য মো: আরিফুল ইসলাম বাবুর। উক্ত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখিদুল ইসলাম আখি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম খসরু, মোঃ সামসুল আলম খান, আরিফ খান আদ্র , মোঃ বুলবুল হোসেন, ইসমাইল হোসেন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ অবিভাবকবৃন্দ। চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ