বেলকুচিতে মন্ডল ট্রেডার্স এন্ড গ্লাস হাউজ এর শুভ উদ্বোধন
উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে মন্ডল ট্রেডার্স এন্ড গ্লাস হাউজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় চালা হাজী আব্দুল হাই মার্কেটের নিচ তলায় অবস্থিত মন্ডল ট্রেডার্স এন্ড গ্লাস হাউজ এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মো: আমির হামজা, সমাজসেবক আব্দুল মান্নান মন্ডল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফিতা কেটে মন্ডল ট্রেডার্স এন্ড গ্লাস হাউজ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন নিশি বয়ড়া কবরস্থান মাদ্রাসার শিক্ষক ও নিশিবয়ড়া জামে মসজিদের ইমাম মাও: নুর মোহাম্মদ সিরাজী।
মন্ডল ট্রেডার্স এন্ড গ্লাস হাউজ এর স্বত্বাধিকারী তারিকুল ইসলাম দুলাল (দুলাল মেম্বার) বলেন, আমাদের এখানে বিভিন্ন ব্যান্ডের থাই এ্যালুমিনিয়াম দরজা, জানালা, শোকেজ, গ্লাস ডোর ও পর্দার পাইপসহ এ্যালুমিনিয়াম সামগ্রী পাওয়া যায়। আমাদের এখানকার প্রোডাক্টের মানও অনেক ভালো দামেই সাশ্রয়ী, সবাই আমার জন্য দোয়া করবেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।