শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে ভারি বর্ষণে বিভিন্ন রাস্তার বেহাল দশা !

                            বেলকুচিতে ভারি বর্ষণে বিভিন্ন রাস্তার বেহাল দশা ! - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ভারি বর্ষণে বিভিন্ন ইউনিয়নের রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে গেছে। রাস্তাগুলো কাদা মাটি দিয়ে ভরে আছে। এতে উপজেলার মানুষদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

বেলকুচি পৌরসভার স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম সরকার জানান, বৃষ্টির কারণে উপজেলার আগমনি গেটের পাশে ভারি বর্ষনে এলজিএসপি’র পাকা রাস্তা ভেঙ্গে চলাচল ঝুকির মধ্যে পরেছে। এছারা জিধুরী গ্রামের একমাত্র রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ছেলে-মেয়েরা এই রাস্তা দিয়ে স্কুলে-কলেজে যেতে পারছে না।

ভাঙ্গাবাড়ি ইউনিয়নের কলেজ বানিয়াগাতী গ্রামের  আরেক বাসিন্দা শাজাহান আলী জানান, মুকুন্দগাতী থেকে বানিয়াগাতী যাওয়ার একমাত্র রাস্তাটির চন্দনগাতী বাশতলা এলাকায় ভারি বর্ষনে ভেঙ্গে গেছে। এতে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পরেছে। এটির এ অবস্থায় মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত এর সংস্কার করা প্রয়োজন।

এছাড়া কেসি শালদাইর গ্রামের এক বাসিন্দা জানান, শালদাইর বাজার থেকে মবুপুর বাজারে যাওয়ার রাস্তাটি বিভিন্ন স্থানে ভারি বর্ষনে ক্ষতিসাধিত হয়েছে। এতে ঝুকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া জানান, উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। দ্রুত এর সমাধান করা হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়