বেলকুচিতে বাম গণতান্ত্রিক জোটের আলোচনা সভা
জহুরুল ইসলাম: স্টাফ রিপোর্টার:“নিত্য পন্যের দাম কমাও, মানুষ বাচাও রেশনিং ব্যবস্থা চালু কর, সিন্ডিকেট ভাঙ্গ, যানমালের নিরাপত্তা নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকালে বেলকুচি পৌর এলাকার কলেজ মোড়ে বাম গণতান্ত্রিক জেটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রবীণ সিপিবি নেতা ডা: আলতাফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এস,এম শহিদুল্লাহ সবুজ।এসময় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বাসদের সমন্বয়ক কমরেড নব কুমার কর্মকার, বাংলাদেশ খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নির্মল চৌধুরী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুলতান আহমেদ, সিপিবি’র বেলকুচি উপজেলা শাখার সাবেক সভাপতি কমরেড জাহাঙ্গীর আলম, সভাপতি কমরেড মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কমরেড এস,এ সোহাগ জয়, ছাত্র ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি মাসুম খাঁন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্রাম-শহরে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। কৃষি পণ্যের দাম কমাতে হবে। উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় গড়ে তুলতে হবে। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দখলদারিত্ব বন্ধ করতে হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব মূলক ব্যবস্থা চালু; কালো টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা ও প্রশাসনিক কারসাজি মুক্ত করে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। বিদেশে পাচারের টাকা ফেরত আনতে হবে। দুর্নীতি-লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অনিয়ম-দুর্নীতি বন্ধ করে বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান দাবি করে। বিশেষ ক্ষমতা আইন, সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিল করতে হবে। সংবাদপত্র, বাক্ স্বাধীনতা নিশ্চিত করতে হবে। জাতীয় নিম্নতম মজুরি নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।