শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করেন – এমপি মমিন মন্ডল !

                            বেলকুচিতে পোনা মাছ অবমুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করেন - এমপি মমিন মন্ডল ! - সংবাদের আলো

উজ্জ্বল অধিকারী: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ – এ স্লোগান নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে  ১০টি স্থানে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থবছরের ১১৩ কেজি পোনা মাছ অবমুক্ত  করেন সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মমিন মন্ডল।

বৃহস্পতিবার সকালে উপজেলার মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে ও উপজেলার বিভিন্ন খাল বিলে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় জেলা মৎস্য অফিসার শাহীনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া, সহকারী কমিশনার ভূমি শিবানী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, মৎস্য অফিসার শামীম রেজাসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তার উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়