সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বেলকুচিতে নৌকার পক্ষে ভোট চাওয়ায় ইউপি সমাজকর্মী আব্দুল হাকিম’কে তলব

উজ্জ্বল অধিকারী: সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করায় সিরাজগঞ্জের বেলকুচি সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী আব্দুল হাকিম কে তলব করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-৫ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মো. সোহেল রানা এ তলবি নোটিশ দেন।

আদালতের সেরেস্তাদার মো: আমিরুল মোমেন খাঁন জানান, আগামী ২৮ ডিসেম্বর বেলা ১২টায় আব্দুল হাকিমকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

সমাজকর্মী আব্দুল হাকিমকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়, একজন সরকারি চাকরিজীবী হয়েও নৌকা প্রতীকের পক্ষে নিজে ভোট প্রার্থনা করেছেন এবং নৌকার প্রার্থী মমিন মন্ডলকে ভোট না দিলে ভাতা বন্ধের হুমকি দিয়েছেন। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

আব্দুল হাকিমের এ কর্মকাণ্ডে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ধারা ১৪ এর লঙ্ঘন হয়েছে। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে নির্ধারিত সময়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়