শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ফেনসিডিল সহ আটক -১

 স্টাফ রিপোর্টার: বেনাপোল ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মো. নুর উদ্দিন (৩৫) কে আটক করেছে পোর্ট থানা পুলিশ। সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪০মিনিটে তাকে ফেনসিডিল সহ আটক করা হয়। আটক নুর উদ্দিন বেনাপোল খড়িডাঙ্গা গ্রামের মো. আদম আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, বিশেষ অভিযান চালিয়ে ভবারবেড় গ্রামের ফল রাজুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে নুর উদ্দিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----