বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিতর্কিত কান্ডে এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারকে প্রত্যাহার

উজ্জ্বল অধিকারী: জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল মমিন মন্ডলের অনুসারী দলীয় নেতাদের নিয়ে ভোট কেন্দ্র পরিদর্শন করায় এনায়েতপুর থানার ওসি পঞ্চনন্দ সরকারকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তাকে নাটোর জেলায় বদলীর আদেশ দেয়া হয়েছে। আদেশের পরই তিনি রবিবার সকালে কর্মস্থল ত্যাগ করেছেন। যোগদানের ২ মাস ১১ দিনের মাথায় বিতকির্ত কর্মকান্ডের কারনে তাকে বদলী করা হয় ।
এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল সাংবাদিকদের জানান, নিয়মিত বদলীর অংশ হিসেবে তাকে থানা থেকে প্রত্যাহার করে নাটোর পুলিশ লাইনে বদলী করা হয়েছে। তবে তথ্যানুসন্ধানে জানা যায়, চলতি বছরের ৫ অক্টোবর এনায়েতপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন পঞ্চনন্দ সরকার। এরপর থেকে থানা এলাকার বিতর্কিত কর্মকান্ডে জরিয়ে পড়েন।
সবশেষ পঞ্চনন্দ সরকার আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আব্দুল মমিন মন্ডলের ঘনিষ্ঠ সহযোগী এনায়েতপুর থানা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক ব্যাপারী, সহ-দপ্তর সম্পাদক শাহাদত হোসেন মোল্লা ও স্থল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মাইকেলকে সঙ্গে নিয়ে গত ২ ডিসেম্বর শনিবার সিরাজগঞ্জ-৫ আসনের আওতাধীন এনায়েতপুর থানার স্থল ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এনিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়