শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বেসরকারি সংস্থা আশা পিংনা স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে ৩ শতাধিক অসহায় মানুষদের এ সেবা প্রদান করা হয়।

আশার উপজেলা রিজওনাল ম্যানেজার মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক চেয়ারম্যান ফতেহ লোহানী।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিংনা ইউপি সদস্য জামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ গামা, পিংনা আশা ব্রাঞ্চের ম্যানেজার শামছুল হক বিএম, পিংনা গোপালগঞ্জ হাটের বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ পিংনা স্বাস্থ্য সেবা কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম, ডাক্তার বাচ্চু মিয়া,স্বাস্থ্য সহকারি নুপুর আক্তার, পাপিয়া বেগম, তাসলিমা বেগম ও ডলি বেগম প্রমুখ।

উল্লেখ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, উচ্চ রক্তচাপ পরিক্ষা, ডায়াবেটিস টেস্ট, গর্ভবতীদের পরামর্শ, প্রস্রাব পরিক্ষা, প্রেগনেন্সি ও শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসাসহ ওষুধ বিতরণ করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়