বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিজিবি ও ছাত্রদের সহযোগিতায় দুই কিলোমিটার রাস্তা সংস্কার

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ছাত্র জনতার সহযোগিতায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেছে। এতে স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছে। এমন কাজে বিজিবি ও ছাত্রদের প্রশংসা করেছেন এলাকাবাসী।

সোমাবার (২৬ আগস্ট) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা বিজিবি ও ছাত্র জনতা যৌথভাবে সংস্কার করেন।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টি বর্ষণে গ্রামীন এই কাঁচা সড়কের বিভিন্ন স্থানে মাটি সরে যায়। হলে ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এ পথ দিয়ে চল চল করতে হচ্ছে শিক্ষার্থী, রোগী সহ স্থানীয়দের।

এ অবস্থায় সোমবার দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভরতপুর বিওপি’র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্র সমাজের সহযোগিতায় গ্রামবাসীদের নিয়ে মাটি ফেলে প্রায় দুই কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী করেন তারা। এ সড়কে মেরামতের কারণে ভরতপুর গ্রামবাসীর মাঝে স্বস্তি ফিরেছে। এছাড়া স্বল্প খরচে ও দুর্ভোগ ছাড়াই নির্বিঘ্নে যানবাহন চলাচলে করছে।

স্থানীয় শিক্ষার্থী মোঃ মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পাশাপাশি সড়ক মেরামত কাজে বিজিবি সহযোগিতা করায় সর্ব মহলেই প্রশংসায় কুড়াচ্ছেন। সীমান্তবর্তী এলাকায় কাঁচা সড়কে চলাচল করতে আমাদের প্রায় সময় বিভিন্ন ধরনের অসুবিধা হয় এখন সবকিছু চলাচলের উপযোগী হয় সহজেই মানুষ এই পথ দিয়ে যেমন চলাচল করতে পারবেন তেমনি বিজিবি সদস্যরা সীমান্তে চোরাচালান ও মাদক চোরাচালান প্রতিরোধেও ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা সহজেই টহল কাজ জোরদার করতে পারবেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----

এই সপ্তাহের পাঠকপ্রিয়