বাঞ্ছারামপুরে উজানচর শ্রমিকদলের কর্মীসভা অনুষ্ঠিত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:“শহিদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ” এই স্লোগানে মুখরিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর শ্রমিকদলের উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও উজানচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় উজানচর বাজার স্কুল মাঠ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উজানচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকঢোল পিটিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভায় প্রবেশ করে এবং তাদের প্রার্থীতা জানান দেন। কর্মীসভায় উজানচর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি প্রার্থী মোঃ শিপন মিয়া,আব্দুল লতিফ,আব্দুর রহিম,আমির হোসেন,মুকুল মিয়া,সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ সুজন মিয়া,বিপ্লব মিয়া,মোঃ হালিম,সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ বিল্লাল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ মনিরুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মোঃ জামাল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে বলেন,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি তার সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার তারেক রহমানের সঠিক নেতৃত্বের প্রতিফলন আজকের এই ঐক্যবদ্ধ বিএনপির কর্মীসভা। তিনি আরও বলেন, গত ১৭ বছরের আওয়ামী সরকারের হামলা, মামলা এবং শারীরিক নির্যাতনে জর্জরিত ছিল বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। ভবিষ্যতে দেশে এমন বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এবং সেজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবু হানিফ মিয়া,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভিপি দেওয়ান নাজমুল হুদা, বাঞ্ছারামপুর উপজেলা জাসাস আহবায়ক মোঃ আব্দুস সালাম,বাঞ্ছারামপুর পৌর যুবদল আহবায়ক ইমান আলী, বাঞ্ছারামপুর পৌর শ্রমিক দল আহবায়ক মোঃ মোমেন মিয়া , উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, উজানচর ইউনিয়ন যুবদল সভাপতি মোঃ বাবুল মিয়া প্রমূখ। সার্বিক সহযোগিতায় সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন,ইঞ্জিনিয়ার মাহিন আহমেদ,শিশির,জসিম, জালাল, ইকবাল, আল-আমিন ও বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মী ও স্হানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।