রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঞ্ছারামপুরের বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

 বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর ২০ তারিখে বিএনপির কাউন্সিল বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নবেম্বর) বিকাল ৪টার দিকে উজানচর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বাবুল মিয়া ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সুজন মিয়ার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি উজানচর বাজার ও বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় বক্তরা বলেন ঘরের কোণে একতরফা কাউন্সিল মানিনা, পকেট কমিটি মানিনা,বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ত্যাগীকর্মীদের বাইরে রেখে আওয়ামীলীগের লোক দিয়ে কমিটি দেওয়া হয়েছে,দুর্দিনে যারা দলের জন্য হামলা মামলা খেয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, যারা ৫ আগষ্টের পর দলে এসে ভিড়ে,সেলফি তুলে বড় নেতা হয়ে পদ-পদবী চান,বিএনপির ত্যাগীকর্মীরা কখনো মেনে নিবেনা,যে কোন মূল্যে প্রতিহত করা হবে। উজানচর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন-আব্দুল কুদ্দুস, নাছির উদ্দিন ,কবির হোসেন ,আবুল কাসেম, জালাল মিয়া,ইকবাল মিয়া, আল-আমিন, আব্দুর রহিম, আসাদউল্লাহ,রিপন মিয়া,জামাল মিয়া,নজরুল ইসলাম, বিপ্লব মিয়া প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।

----- সংশ্লিষ্ট সংবাদ -----