বাংলাদেশ আদিবাসী ফোরাম তাড়াশ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আদিবাসী ফোরাম, তাড়াশ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন ২০২৪ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুশীল কুমার মাহাতো, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সুকুমার বসাক, সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র মাহাতো, শ্যামল মাহালী, মহাদেব মাহাতো ও বিশ্বনাথ মাহাতো সহ জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলো।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিমাই মাহাতো, সলংগা থানা শাখার সভাপতি হিরেন্দ্র নাথ মাহাতো, সাধারণ সম্পাদক সুনীল সিং, এবং সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক বিপিন চন্দ্র সিং ও সদস্য সচিব অর্জুন কুমার সিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ অরুণ কুমার সিং, সহকারী প্রধান শিক্ষক, মাধাইনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়; ধীরেন বসাক; সুরেশ কেরকেটা; এবং বিধান মাহাতো।
নতুন কমিটির নেতৃত্বে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সনজিৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক তরুণ বসাক, সহ-সভাপতি হিতেন টপ্য, সহ সাধারণ সম্পাদক খোকন সিং, সাংগঠনিক সম্পাদক দীনেশ বসাক, দপ্তর সম্পাদক অর্জুন কুমার সিং এবং তথ্য ও প্রচার সম্পাদক চঞ্চল কুমার মাহাতো।
এছাড়া অচিন্ত সিং, কিরণ বসাক, সুকুমার মাহাতো, শ্যামল মাহাতোসহ মোট ৩১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আলোচনায় অতিথিবৃন্দ আদিবাসীদের অধিকার, শিক্ষা এবং সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো।